নিজস্ব সংবাদদাতা: সংসদ নিরাপত্তা লঙ্ঘন ইস্যুতে এবার সংসদ থেকে ১৪ জন সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান ও সাংসদ সুকান্ত মজুমদারও। তিনি ডেরেক ও'ব্রায়েনকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "সবাই প্রশ্ন তুলতে পারে। বিরোধিতা করা বিরোধী দলের দায়িত্ব। তবে সংযত বজায় রাখতে হবে। অটল বিহারী বাজপেয়ী দেখিয়েছিলেন বিরোধী নেতাদের কেমন হতে হবে। তার থেকে বেশি বিরোধিতা কি করতে পারতেন? মমতা ব্যানার্জির পথ বাংলায় চলে, দিল্লিতে কি একই ভাবে চলবে? তার (ডেরেক ও'ব্রায়েন) তার পথ বেছে নেওয়া উচিত"।