ব্রেকিং: 'ভারতে বর্তমানে গোপনে সংসদ চলে!' বড় খবর

এবার কেন্দ্রকে নিশানা করেছেন মানিকম ঠাকুর। 

author-image
Aniket
New Update
modi parlia.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিশানা করতে গিয়ে বড় মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার গোপনে সংসদ চালায়। তিনি বলেছেন, "তারা এজেন্ডায় মাত্র ৮ টি বিল তালিকাভুক্ত করেছে এবং গতকাল সর্বদলীয় সভায়ও তারা এই ৮ টি বিষয় নিয়ে কথা বলেছে। এই সরকার গোপনে সংসদ চালায়। আমি আশা করি আমাদের প্রধানমন্ত্রী নতুন সংসদে অন্তত একটি প্রশ্নের উত্তর দেবেন"।