ব্রেকিং: 'বিরোধী জোটেরই ভুল', বিজেপিকে সম্পূর্ণ সমর্থন কংগ্রেসের বড় নেতার

দিল্লির অধ্যাদেশ বিল নিয়ে এবার বিজেপিকে সমর্থন জানালেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: দিল্লির অধ্যাদেশ বিল নিয়ে বিতর্ক বিরোধী জোট গঠনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। দিল্লির অধ্যাদেশ বিলের বিরুদ্ধে কংগ্রেসের সমর্থন ছাড়া মহাজোট গঠনে রাজি ছিলেন না অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। তবে এবার দিল্লির অধ্যাদেশ বিলের বিষয়ে বিজেপিকে সমর্থন করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।

Sandeep Dikshit Slams Cong High Command, Says Leadership Arrogant Despite  Poll Losses - News18

তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল বিরোধী জোটকে ভুল বুঝিয়েছেন। যার ফলে গোটা বিরোধী জোটের ভুল হচ্ছে। এই বিলটি হাউসে পাশ হওয়া উচিত বলে দাবি করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, এই বিলটি দিল্লির অবস্থা অনুযায়ী তৈরি করা হচ্ছে। দিল্লিকে ক্ষমতা দিতে চাইলে এই বিলটির প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, "আমার মতে, এই বিলের বিরোধিতা করা ভুল"।