ব্রেকিং: আবার 'অপারেশন লোটাস'! কর্ণাটকে আবার বিজেপি সরকার! কংগ্রেসে ভাঙন!

কর্ণাটকের সরকার নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করেছেন বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। 

author-image
Aniket
New Update
modi bjp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের সরকার ভাঙা নিয়ে এবার জল্পনাপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা। তিনি দাবি করেছেন, সংসদ নির্বাচনের পর কর্ণাটকে কংগ্রেসের সরকার থাকবে না। 'অপারেশন লোটাস' প্রসঙ্গে বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা বলেছেন, "অপেক্ষা করুন এবং দেখুন, কংগ্রেস নিজের বিধায়কদের কংগ্রেসের ওপর আশা নেই, এই দেশে কংগ্রেসের কোনও ভবিষ্যত নেই। রাজ্যে বড় খবর দিচ্ছে কংগ্রেস দল। তারা বলছে, বিজেপির অর্ধেক বিধায়ক আমাদের দলে আসবে, কিন্তু একজন বিধায়কও কংগ্রেসে যাননি। সংসদ নির্বাচনের পর রাজ্যে কংগ্রেসের সরকার থাকবে না"। এখন দেখার কর্ণাটকে আবার নতুন কি খেলা খেলেন মোদী, শাহ এবং নাড্ডা।