নিজস্ব সংবাদদাতা: ব্রজ মণ্ডল শোভা যাত্রা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর নয়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "মাসের শুরুতে সেখানে (নুহ) যে ধরনের ঘটনা ঘটেছিল তা দেখে, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। আমাদের পুলিশ এবং প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে যাত্রা (ব্রজ মণ্ডল শোভা যাত্রা) করার পরিবর্তে মানুষেরা কাছাকাছি মন্দিরে গিয়ে প্রার্থনা করবে। যাত্রার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে, তবে মানুষেরা মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারে তাতে কোনও বাধা নেই"।