নিজস্ব সংবাদদাতা: রামদাস আঠাওয়ালের বক্তব্যের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সুশীল মোদি। তিনি জানিয়েছেন, নীতিশ কুমারের জন্য এনডিএতে ফেরার ক্ষেত্রে বিজেপি সব দরজা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেছেন, "তিনি আসতে চাইলেও বিজেপি তার জন্য প্রস্তুত নয়। রামদাস আঠাওয়াল বিজেপির বা এনডিএ-র মুখপাত্র নন। তিনি একটি দলের নেতা এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী তাই এটি অবশ্যই তার ব্যক্তিগত মতামত। কিন্তু বিজেপি তার সব দরজা বন্ধ করে দিয়েছে। সে (নীতিশ কুমার) বোঝা হয়ে গিয়েছে, আরজেডি বেশিদিন তা বহন করতে পারবে কিনা সন্দেহ। তার ভোট আনার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদি না এলে তিনি (নীতীশ কুমার) ৪৪ টিও আসন পেতেন না। ভোটের শক্তি থাকলে রাজনীতিতে আপনি গুরুত্বপূর্ণ। নইলে আপনার কোনও গুরুত্ব নেই"।