ব্রেকিং: 'আত্মগোপনে রয়েছেন নরেন্দ্র মোদী', কিন্তু কেনও?

নরেন্দ্র মোদীকে নিয়ে বড় খবর জানা যাচ্ছে।

author-image
Aniket
New Update
modi sad.jpg

File Picture

 

নিজস্ব সংবাদদাতা: সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে চর্চা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন ঝাড়খণ্ডের কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর। একই ভাবে তিনি গৃহমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ মানুষের মুখোমুখি হতে অক্ষম হয়ে আত্মগোপনে রয়েছেন। সংসদের নিরাপত্তা লঙ্ঘন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহকে নিশানা করে ঝাড়খণ্ড কংগ্রেসের সভাপতি রাজেশ ঠাকুর বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ মানুষের মুখোমুখি হতে অক্ষম। তারা আত্মগোপনে রয়েছেন। যাদের পক্ষে পাস দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিছু বলা হচ্ছে না। আমাদের সাংসদরা, যারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলতে চান এবং তাদের বক্তব্য দাবি করছেন, তাদের বিদায় করা হচ্ছে। এটাই বিজেপির স্বভাব। তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তা ব্যর্থতার দায় তাদের নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং যে সংসদ সদস্য এই ঘটনায় জড়িত, তার সংসদ সদস্যপদ বাতিল করা উচিত”।

 

hiring 2.jpeg

a a a a a a aa a a a a a a  a aa a a  a a a a a a a a  a a a a a a a a a a  a a a a a  a a a a a a  a a a a a a  a a a a a a a  a a a a  a a a  a a a a a  a a a a  a a a  a a a a  a a a a  a a a a  a a a a  a a a a  a a a a  a a a a  a a