নিজস্ব সংবাদদাতা: 'প্রেসিডেন্ট অফ ভারত' তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। তিনি বলেছেন, "আপনি যদি আমাদের সংবিধান পড়েন তাতে লেখা আছে 'যা ইন্ডিয়া তাই ভারত'। 'ভারত' শব্দটি বহু সংস্কৃতিতে প্রচলিত। এটা ভাষার ব্যাপার। আমি মনে করি না নামগুলি খুব বেশি পার্থক্য করে। বিজেপির উচিত উন্নয়ন, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, দুর্নীতির দিকে নজর দেওয়া"।
#WATCH | Bhopal, MP: On G20 Summit dinner invitations at Rashtrapati Bhawan sent in the name of ‘President of Bharat’, Congress leader Sandeep Dikshit says, "If you read our Constitution it is written 'India that is Bharat'. 'Bharat' word is prevalent in many references,… pic.twitter.com/i28ETH7FFB
ব্রেকিং: নাম কোনো পার্থক্য হয়না, 'প্রেসিডেন্ট অফ ভারত' প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস নেতার
'প্রেসিডেন্ট অফ ভারত' প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: 'প্রেসিডেন্ট অফ ভারত' তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। তিনি বলেছেন, "আপনি যদি আমাদের সংবিধান পড়েন তাতে লেখা আছে 'যা ইন্ডিয়া তাই ভারত'। 'ভারত' শব্দটি বহু সংস্কৃতিতে প্রচলিত। এটা ভাষার ব্যাপার। আমি মনে করি না নামগুলি খুব বেশি পার্থক্য করে। বিজেপির উচিত উন্নয়ন, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, দুর্নীতির দিকে নজর দেওয়া"।