নিজস্ব সংবাদদাতা: ব্রিকস সম্মেলনে এবার বিদেশের নেতাদের উপহারে চমক দিলেন মোদী। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ থেকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে গন্ড পেন্টিং উপহার দিয়েছেন৷ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি ডঃ শেপো মোটসেপেকে নাগাল্যান্ডের শাল উপহার দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসাকে তেলেঙ্গানা থেকে বিদ্রির কাজের 'সুরাহি' জুটি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদ্রির কাজের 'সুরাহি' হল ৫০০ বছরের পুরানো ফার্সি ভাষার একটি সম্পূর্ণ ভারতীয় উদ্ভাবন।