নিজস্ব সংবাদদাতা: আজ ৫১ হাজার চাকরির নিয়োগপত্র দেওয়ার পর এবার বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "ফার্মা সেক্টর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং এটি আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অটোমোবাইল শিল্পও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই উভয় শিল্প (ফার্মা এবং অটোমোবাইল শিল্প) আগামী দিনে আরও বিকাশ করতে চলেছে। উত্তরপ্রদেশ একসময় অপরাধের জন্য পরিচিত ছিল, কিন্তু আজ আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার পর, এই রাজ্য বিনিয়োগের জন্য পরিচিত হচ্ছে। আমাদের তরুণদের জন্য নতুন পথ খোলার জন্য আধাসামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। যুবসমাজ দেশের সেবা করতে চায়। যারা আজ নিয়োগপত্র পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। আমি তাদের এই অমৃত কালের ভারতবাসীর 'অমৃত রক্ষক' বলি"। উল্লেখ্য, বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন। তার আগে দেশ জুড়ে মোদীর রোজগার মেলা দিল্লির গদিতে মোদীর দখল আরও ৫ বছর নিশ্চিত করতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে বিরোধীরা নিজেদের জোটের জয়ের বিষয়ে আশাবাদী।