ব্রেকিং: মোদীর মুখে নারীদের প্রসঙ্গ- দেখুন ভিডিও

রোজগার মেলা থেকে নারীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মোদী। 

author-image
Aniket
New Update
modi cong.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলার অধীনে সরকারি বিভাগ এবং সংস্থাগুলিতে নতুন নিয়োগপ্রাপ্তদের প্রায় ৫১ হাজার নিয়োগপত্র বিতরণ করেছেন। এই অনুষ্ঠান থেকেই নারীশক্তির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "আজ রোজগার মেলার অধীনে নিয়োগ পত্র প্রাপ্ত সকল নতুন নিয়োগপ্রাপ্তদের আমি অভিনন্দন জানাই। বেশ কিছু নারী নিয়োগকারী আজ নিয়োগপত্র পেয়েছেন। 'আজ ভারত কি বেটিয়া স্পেস সে স্পট তাক আনেক কীর্তিমান বান রাহি হ্যায়'। নারীরা সবসময় নতুন শক্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। আজ আমাদের দেশ ঐতিহাসিক অর্জন ও সিদ্ধান্তের সাক্ষী। কিছু দিন আগে, দেশের অর্ধেক জনসংখ্যা নারী শক্তি বন্দন আইনের আকারে বড় শক্তি পেয়েছে। মহিলা সংরক্ষণ বিল, যা গত ৩০ বছর ধরে অমীমাংসিত ছিল, এখন রেকর্ড ভোটে উভয় কক্ষে পাস হয়েছে। দেশটির নতুন সংসদের প্রথম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একভাবে নতুন সংসদে দেশের নতুন ভবিষ্যৎ শুরু হয়েছে"।