ব্রেকিং: জি-২০ থেকেই জয়লাভের বার্তা দিলেন মোদী

জি-২০ শীর্ষ সম্মেলন থেকে এবার বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Aniket
New Update
C

File Picture

নিজস্ব সংবাদদাতা: জি-২০ সম্মেলনে নিজের ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। সেখান থেকে তিনি যুদ্ধের ফলে সৃষ্ট আস্থার ঘাটতির ওপর জয়লাভের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "ভারতের জি-২০ সভাপতিত্ব দেশের ভিতরে এবং বাইরে 'সবকা সাথ'-এর অন্তর্ভুক্তির প্রতীক হয়ে উঠেছে। এটি ভারতে জনগণের জি-২০ হয়ে উঠেছে। কোটি কোটি ভারতীয় এর সাথে যুক্ত। দেশের ৬০ টিরও বেশি শহরে ২০০ টিরও বেশি সভা হয়েছে। 'সবকা সাথ' অর্থে ভারত প্রস্তাব করেছিল যে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর স্থায়ী সদস্যপদ দেওয়া হবে। আমি বিশ্বাস করি যে আমরা সবাই এই প্রস্তাবে একমত। একবিংশ শতাব্দী বিশ্বকে একটি নতুন দিক দেখানোর একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে পুরানো সমস্যাগুলি আমাদের কাছ থেকে নতুন সমাধান খুঁজছে এবং সেজন্য আমাদের মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দায়িত্ব পালন করে এগিয়ে যাওয়া উচিত। আমরা যদি কোভিড-১৯ কে পরাজিত করতে পারি, তাহলে আমরা যুদ্ধের ফলে সৃষ্ট আস্থার ঘাটতির ওপরও জয়লাভ করতে পারব"। এছাড়াও মোদী 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস' নিয়েও নিজের বার্তা দিয়েছেন।