নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদী এবার দিল্লিবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “দিল্লির নাগরিকরা জি-২০-এর জন্য আরও বেশি দায়িত্ব পেয়েছে। অনেক অতিথি আসবে। ৫ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনেক অসুবিধা হবে, তার জন্য আমি অগ্রিম ক্ষমাপ্রার্থী। এরা আমাদের অতিথি। ট্র্যাফিক নিয়ম পরিবর্তন করা হবে, বেশ কয়েকটি জায়গায় যাওয়া বন্ধ করা হবে, তবে কিছু জিনিস প্রয়োজনীয় তা খোলা থাকবে"। এছাড়াও তিনি চন্দ্রযান-৩ এর সফল অবতরণের বিষয়ে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "আমি দক্ষিণ আফ্রিকায় ব্রিকসে যোগ দিতে গিয়েছিলাম। চন্দ্রযান-৩-এর জন্য ব্রিকসের সময় আমি অনেক অভিনন্দন বার্তা পেয়েছি। পুরো বিশ্ব অভিনন্দন বার্তা পাঠিয়েছে"। উল্লেখ্য, মোদীর ভাষণ চলাকালীন এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। ওই ব্যক্তির চিকিৎসার জন্য নিজের ডাক্তারদের নির্দেশ দেন মোদী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানাতে দিল্লির পালাম টেকনিক্যাল বিমানবন্দরের বাইরে জড়ো হওয়া মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, জি-২০ শীর্ষ সম্মেলনের পরবর্তী বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে। তার আগে সঠিক ভাবে এই বৈঠক পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার।
#WATCH | "Delhi citizens have got more responsibility for G20...there will be so many guests coming...From 5-15th September, there will be a lot of inconvenience, I apologise for that in advance. These are our guests...traffic rules will be changed, we will be stopped from going… pic.twitter.com/StO1pxI0If
— ANI (@ANI) August 26, 2023
#WATCH | Delhi: " I went to attend BRICS in South Africa...I got a lot of congratulatory messages during BRICS for Chandrayaan-3. The whole world has sent congratulatory messages", says Prime Minister Narendra Modi at Palam airport pic.twitter.com/o1wWQW4g5y
— ANI (@ANI) August 26, 2023
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi asks his team of doctors to check on a person who collapsed during his address. pic.twitter.com/Stw4eL97CW
— ANI (@ANI) August 26, 2023
#WATCH | PM Narendra Modi greets people who have gathered outside Palam Technical Airport in Delhi to welcome him. pic.twitter.com/0ZZVgnnUxz
— ANI (@ANI) August 26, 2023