নিজস্ব সংবাদদাতা: বিহারে এনডিএ থেকে বেরিয়ে খেলা ঘুরিয়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছেন নীতিশ কুমার। তবে এবার বিহারের রাজনীতিতে ফের ফিরে আসতে মরিয়া বিজেপি। এবার রাষ্ট্রীয় লোক জনতা দলের (আরএলজেডি) সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করেছেন। বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ফলে বিহারে খেলা ঘুরতে চলেছে বলে মনে করছেন অনেকে।