ব্রেকিং: কেসিআর আর বিজেপির জোট, বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই গোপন তথ্য ফাঁস করলেন নেত্রী!

কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী বিজয়শান্তি নিজের মুখ খুলেছেন। 

author-image
Aniket
New Update
csa

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: এবার কংগ্রেসে যোগ দিয়েই কেসিআর আর বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন বিজয়শান্তি। তিনি দাবি করেছেন, বিজেপি এবং বিআরএস এক। তিনি বলেছেন, "কেসিআর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং তার পরিবার এবং তারা অর্থ, জমি, সবকিছু দখল করছে। বিজেপি যখন সব জানে তখন কেনও কেসিআরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তারপরে আমরা জানতে পেরেছি যে বিজেপি এবং বিআরএস এক, তাই বিজেপি কেসিআরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না"। এরপরেই অনেকে মনে করছেন, তেলাঙ্গানা নির্বাচনের পূর্বে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েই গোপন তথ্য ফাঁস করলেন নেত্রী।