ব্রেকিং: চন্দ্রযানের সাফল্যের মধ্যেই আবারও বড় পদক্ষেপ ইসরোর- এখনই জানুন

চন্দ্রযানের সাফল্যের মধ্যেই আবারও বড় পদক্ষেপ নিতে চলেছে ইসরো। 

author-image
Aniket
New Update
ISRO

File Picture

নিজস্ব সংবাদদাতা: চন্দ্রযান ও আদিত্য-এল-১ মিশন নিয়ে বার্তা দিলেন ইসরো প্রধান সোমানাথ আদিত্য। ইসরো প্রধান এস সোমানাথ চন্দ্রযান-৩ মিশনে নিয়ে বলেছেন, "সবকিছু ঠিকঠাক কাজ করছে। সব তথ্য খুব ভালোভাবে আসছে। আমরা আশাবাদী যে ১৪ দিনের মধ্যে আমাদের মিশন সফলভাবে সম্পন্ন হবে"। I এছাড়াও তিনি আদিত্য-এল-১ মিশন নিয়ে বলেছেন, "আমরা সবেমাত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছি। রকেট এবং স্যাটেলাইট প্রস্তুত। আমরা উৎক্ষেপণের মহড়া শেষ করেছি"।