নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। দিল্লির আরকে পুরম এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটেছে। বাসের ধাক্কায় ৩০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় তাকে একটি ডিটিসি বাস ধাক্কা মারে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে তথ্য পাওয়া গিয়েছে। একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।