নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপাল আরএন রবির দ্বন্দ্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার ফের একবার রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে মন্তব্য করলেন ডিএমকে নেতা টিকেএস এলানগোভান। তিনি বলেছেন, "রাজ্যপালের বক্তৃতা ছিল সংবিধানের সমস্ত নিয়মের পরিপন্থী। রাজ্যপাল একজন নিযুক্ত ব্যক্তি। যদি তিনি মনে করেন যে বিলে ত্রুটি আছে, তাহলে তিনি সরকারকে ব্যাখ্যা করতে বলতে পারেন। তিনি বলতে পারেন না যে আমি বিলে স্বাক্ষর করব না। এটা গণতন্ত্রেরই অপমান। আমরা এমন কাউকে চাই না যে সংবিধানের নীতির বিরুদ্ধে নৃশংসভাবে কথা বলুক"।