নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ফুটবল দল নিয়ে ফুটবল প্রেমীদের জন্য সুখবর দিলেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইট করে তিনি বলেছেন, "সুখবর ! ভারতীয় ফুটবল দলকে (পুরুষ এবং মহিলা উভয় দলকেই) আসন্ন এশিয়ান গেমস-এ অংশগ্রহণ করার অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের নীতি অনুযায়ী, কোনও দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই ভারতীয় দল পাঠানো হয়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিগত কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দল ভালো খেলার পর, দলের কোচ ও অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে বিশেষ আবেদন জানিয়েছিলেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও আবেদন জানিয়েছিল। ভারতীয় ফুটবল দলের ফিফার তালিকায় ক্রমাগত উত্থান দেখে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বিশেষ ভিত্তিতে এশিয়ান গেমস-এ দল পাঠানোর অনুমতি দিয়েছে। আমি ফুটবল দলকে বিশেষ ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত কে স্বাগত জানাই ও আসন্ন এশিয়ান গেমস-এ ভারতীয় দলের ভালো প্রদর্শন ও সাফল্যের কামনা করি"।