গুজরাটের আহমেদাবাদের নারুল এলাকায় একটি আসবাবপত্রের গোডাউনে ভয়াবহ আগুন
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের আহমেদাবাদের নারুল এলাকায় একটি আসবাবপত্রের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৭ টি ইঞ্জিন উপস্থিত রয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি।
#WATCH | Fire breaks out at a furniture godown in the Narool area of Ahmedabad, Gujarat. 17 fire tenders present at the spot and operation to douse the fire is underway. pic.twitter.com/1ZKIp9tn4b