নিজস্ব সংবাদদাতা: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় প্রশ্ন করলেন কংগ্রেস নেতা গৌরব বল্লভ। তিনি সরাসরি প্রশ্ন তুলে বলেছেন, "কেনও আমাদের তাকে (প্রধানমন্ত্রী মোদী) দরকার? দারিদ্রতা বেড়েছে, বেকারত্ব বেড়েছে, জিডিপি দুর্বল হয়েছে, গত ৯ বছরে তিনি কি করেছেন?
আমি জেপি নাড্ডা জিকে একটি কারণ বলতে বলব? কেনও আমাদের আবার তাকে (প্রধানমন্ত্রী মোদী) দরকার। আমি জোর দিয়ে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্পও শেষ করেননি যা তিনি শুরু করেছিলেন"।