নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এখনও পর্যন্ত ৯০ টি আসনের মধ্যে ৮৫ টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে এবার ৮৫ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন প্রার্থী রয়েছেন যারা প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেসের রাজ্যে প্রায় ৫০ শতাংশ আসনেই নতুন মুখ দেওয়ায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, বিজেপির এই চাল নিজদের জন্যই ভারী হয়ে উঠবে না তো? তবে ছত্তিশগড় বিধানসভায় বিজেপির শাসন গড়ার ক্ষেত্রে আশাবাদী বিজেপি সভাপতি অরুণ সাও। বিজেপির জয় আসবেই বলে জানিয়েছেন তিনি।