নিজস্ব সংবাদদাতা: আইটি অভিযানে বিপুল পরিমাণ নগদ সংগ্রহের বিষয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিরুদ্ধে মন্তব্য করেছে বিজেপি। এবার এই বিষয়ে বার্তা দিতে গিয়ে বিজেডি সহ-সভাপতি প্রসন্ন আচার্য জানিয়েছেন নবীন পট্টনায়েকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেছেন, "ওড়িশার মানুষ নবীন পট্টনায়েক কেমন রাজনৈতিক নেতা তা নিয়ে বারবার উত্তর দিয়েছেন। তোমার আর আমার এসব বলার দরকার নেই। ওড়িশার মানুষ ২০২৪ সালে আরও একবার উত্তর দেবে। নবীন পট্টনায়েক ২৪ বছর ধরে ওড়িশার নেতৃত্ব দিচ্ছেন। তার বিরুদ্ধে একটি অভিযোগের নাম বলুন যা প্রমাণিত হয়েছে। যারা এ ধরনের কথা বলছেন, তাদের আয়নায় দেখার অনুরোধ করব। হ্যাঁ, আইটি অভিযান হয়েছে, তদন্ত হওয়া উচিত। নবীন পট্টনায়কের দুর্নীতির জন্য জিরো-টলারেন্স রয়েছে। শুধু ওড়িশা নয়, গোটা ভারতই এটা জানে।”