নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের নির্বাচনের আগে এবার খেলা ঘুরিয়ে দেওয়া মন্তব্য করলেন রাজস্থানের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর। তিনি দাবি করেছেন, সাধারণ মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপিকে সমর্থন করছেন। রাঠোর বলেছেন, "লোকেরা (কংগ্রেস পার্টি থেকে) রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন করতে বিজেপিতে এসেছে। বহু নেতা কংগ্রেস ছাড়ছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলট আচরণবিধি জারি থাকাকালীন গ্যারান্টি ঘোষণা করছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব”।