ব্রেকিং: ভোটারদের রাক্ষস বলেও কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ, ব্যাপক তরজা

রণদীপ সুরেজওয়ালাকে নিশানা করেছেন ভিডি শর্মা। 

author-image
Aniket
New Update
kn

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির ভোটারদের রাক্ষস বলে বিতর্কে জড়িয়েছেন রণদীপ সুরেজওয়ালা। তবে এবার তাকেই মধ্যপ্রদেশের কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে। এবার এই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক তরজা তৈরি হয়েছে।

Madhya Pradesh: India to Run by Constitution, Not Sharia, Says BJP Leader -  News18

মধ্যপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মা বলেছেন, "যে ভোটারদের 'রাক্ষস' বলে ডাকে সে কংগ্রেসের ইনচার্জ হয়ে গেলে, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। রণদীপ সুরজেওয়ালা কখনও একটি নির্বাচনেও জিতেনি। সাম্প্রতিক উপনির্বাচনেও তিনি হেরেছেন। মধ্যপ্রদেশের নির্দেশনা প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে চিত্র পরিবর্তন করা হয়েছে"।