নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের রাজনীতিতে চমকের পর্ব চলছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজেন্দ্র গুধাকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন। আর এবার এই বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা এই ঘটনায় রাজেন্দ্র গুধার পাশে দাঁড়িয়ে অশোক গেহলটকে নিশানা করেছেন।
তিনি বলেছেন, "রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজেন্দ্র গুধাকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন কারণ তিনি রাজস্থানের মহিলাদের দুর্দশার কথা বলেছিলেন। যার ফলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী অস্বস্তিতে পড়ে যান। তারা মণিপুর নিয়ে রাজনীতি করছেন। তবে নিজেদের রাজ্যের ক্ষেত্রে নিপিড়িতদের ওপরই দোষ চাপাচ্ছেন"।