নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিজেপি সম্পাদক এসজি সূর্যকে গ্রেফতার করাকে কেন্দ্র করে এবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাতে পুলিশ এসজি সূর্যকে গ্রেফতার করে। আজ তাকে ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আজ মাদুরাইয়ে বিজেপির রাজ্য সম্পাদক এসজি সূর্যকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার সময় বিজেপি সর্মথকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।