নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারের বিষয়ে এবার মন্তব্য করলেন টিডিপি মুখপাত্র কোমারেডি পট্টাভিরাম। তিনি দাবি করেছেন, চন্দ্রবাবু নাইডুকে অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেছেন, "গতকাল রাত থেকে অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং সিআইডি চন্দ্রবাবু নাইডুকে অবৈধভাবে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে৷ চন্দ্রবাবু নাইডুর ক্যাম্পের বাইরে জড়ো হয়েছিলেন শত শত পুলিশ। চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ক্যাম্পসাইটে থাকা সমস্ত নেতাকে তারা বেআইনিভাবে আটক করেছে। চন্দ্রবাবু নাইডু বাস থেকে নেমে একটা সহজ প্রশ্ন করলেন, 'কিসের ভিত্তিতে আমাকে গ্রেফতার করছেন?' পুলিশের কাছে কোনো উত্তর ছিল না। গত দুই বছর ধরে দক্ষতা উন্নয়ন মামলার নাটক চলছে এবং নির্বাচনের ঠিক আগে চন্দ্রবাবু নাইডুকে একধরনের দুর্নীতিবাজ রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করার জন্য তারা এই গ্রেফতার করেছে। জনগণ জানে যে জগন মোহন রেড্ডি সমগ্র দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ"।