ব্রেকিং: কেন্দ্র, এবার জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম

কেন্দ্রকে ১০০ দিনের টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম।

author-image
Aniket
New Update
111111

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলার বিরুদ্ধে কেন্দ্রের দ্বারা বঞ্চনা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে যাচ্ছে তৃণমূল সরকার। তৃণমূলের একাধিক নেতা বাংলার মানুষকে বঞ্চনা নিয়ে বারংবার নিজের মন্তব্য রেখেছেন কেন্দ্রের বিরুদ্ধে। বিশেষ করে ১০০ দিনের কাজের প্রকল্পের প্রসঙ্গ উঠে এসেছে বঞ্চনার তালিকার শীর্ষে। কয়েক বছর ধরে বাংলায় বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। জব কার্ড হোল্ডাররা কার্ড থাকলেও কাজ করতে পারছেন না। রাজ্য সরকারের দাবি, কেন্দ্র ইচ্ছাকৃত ভাবে আটকে রেখেছে রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা। তাই জব কার্ড হোল্ডারদের কাজ দিতে পারছে না রাজ্য সরকার। অপরদিকে বিজেপির তরফে ক্রমাগত রাজ্য সরকারের এই মন্তব্যের বিরোধিতা করে যাওয়া হচ্ছে। বিজেপির দাবি, রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকা বিতরণের সঠিক হিসাব কেন্দ্রকে দিতে পারছে না। আর যার জন্যই কেন্দ্র রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে দিয়েছে। বিজেপির দাবি, রাজ্যের থেকে বারংবার ১০০ দিনের প্রকল্পের অর্থ বিনিয়োগের সঠিক হিসাব চাওয়া হচ্ছে। রাজ্য সেই হিসাব দিলেই মিটিয়ে দেওয়া হবে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা। ১০০ দিনের প্রকল্প নিয়ে রাজ্যের তৃণমূল সরকার দুর্নীতি করছে বলে দাবি করছেন বঙ্গ বিজেপির নেতা ও নেত্রীরা। তবে কেন্দ্রের থেকে ১০০ দিনের প্রকল্পের বকেয়া অর্থ নেওয়ার ক্ষেত্রে নিজেদের লক্ষ্য ঠিক করে ফেলেছে তৃণমূল সরকার। আগামীকাল ও পরশু দিল্লিতে ধর্না দেওয়ার লক্ষ্য স্থির করেছে তৃণমূল। হাজার হাজার তৃণমূল সমর্থকরা ১০০ দিনের প্রকল্পের জব কার্ড নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রত্যেকের একটাই দাবি মোদী সরকারের কাছে। বাংলার বকেয়া মিটিয়ে দিন। এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই কর্মসূচির বিষয়ে কেন্দ্রকে স্পষ্ট বার্তা দিলেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, "আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি যাচ্ছি, এই টাকা (১০০ দিনের কর্মসংস্থান) দরিদ্র মানুষের এবং তাদের টাকা না দিয়ে তাদের প্রতি অবিচার করা হয়েছে। তাদের (কেন্দ্রীয় সরকার) বকেয়া পরিশোধ করতে হবে"।