নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচন। এছাড়াও ২০২৪ সালে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। এবার এই দুই নির্বাচনে বিজেপির হার হবে বলে দাবি করলেন ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু। তিনি বলেছেন, "বিজেপি ভয় পেয়েছে যে তাদের সরকার দিল্লিতেও আসবে না, এখানেও (ছত্তিশগড়) আসবে না। তাই তারা এক দেশ, এক নির্বাচনের কথা বলছে যাতে তারা সুবিধা পেতে পারে কিন্তু তবুও তারা কোনও সুবিধা নিতে পারবে না"।
ব্রেকিং: বিজেপির হার হবে, চাঞ্চল্যকর মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপিকে নিশানা করলেন ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু।
নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচন। এছাড়াও ২০২৪ সালে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। এবার এই দুই নির্বাচনে বিজেপির হার হবে বলে দাবি করলেন ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু। তিনি বলেছেন, "বিজেপি ভয় পেয়েছে যে তাদের সরকার দিল্লিতেও আসবে না, এখানেও (ছত্তিশগড়) আসবে না। তাই তারা এক দেশ, এক নির্বাচনের কথা বলছে যাতে তারা সুবিধা পেতে পারে কিন্তু তবুও তারা কোনও সুবিধা নিতে পারবে না"।