নিজস্ব সংবাদদাতা: কর্নাটকে বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে বিজেপির হাত ছেড়ে চমক দিয়ে কংগ্রেসে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে বড় হার হয় বিজেপির। তবে জয় পান না জগদীশ শেত্তর। এবার কংগ্রেস ত্যাগকরলেন জগদীশ শেত্তর। ফের যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে পুনরায় যোগদানের বিষয়ে, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর এবার নিজের মন্তব্য রেখেছেন। তিনি বলেছেন, "আজ আমি বিজেপিতে যোগ দিয়েছি। এটা আমার বাড়ি। আমি আমার বাড়িতে ফিরে এসেছি। হাইকমান্ড যা নির্দেশ দেবে, আমি তাই করব"। উল্লেখ্য, দেশে লোকসভা নির্বাচন সময়ের অপেক্ষা মাত্র। লোকসভা নির্বাচনের আগে তার বিজেপিতে ফেরা কংগ্রেসের জন্য চাপের হতে পারে বলে মনে করা হচ্ছে। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন বলে মনে করা হচ্ছে।
a a a a a a a a aa a a aa a a aa a a a a a a a a aa a a a a a a a a a aa a a a a a a a a a a a a a a a aa a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a a , , , , , , , , , ,, , , , , , , , , ,, , , , , , , ,, , , , , ,, , , , ,, ,, , , , ,, , , , ,, , , ,, , , ,, , , , ,, , , , ,, ,