নিজস্ব সংবাদদাতা: উদয়নিধি স্টালিনের 'সনাতন ধর্ম নির্মূল করা উচিত' মন্তব্যের প্রেক্ষিতে এবার কংগ্রেস নেতা রশিদ আলভি নিজের মন্তব্য রেখেছেন। তিনি এই রকম মন্তব্যের জন্য বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করাকে দায়ী করেছেন। তবে তিনি উদয়নিধি স্টালিনেরও ভুল হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, "এই দেশ সমস্ত ধর্মকে সম্মান করার জন্য পরিচিত। আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ কারণ বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের দেশে থাকে যাতে দেশ একতাবদ্ধ থাকে, কিন্তু গত ৯ বছরে বিজেপি ধর্মকে রাজনীতিকরণ করেছে এবং এই কারণে যে কেউ এসে ধর্ম সম্পর্কে যা কিছু বলে। যে ব্যক্তি এই কথা বলেছে সে ভুল কিন্তু বিজেপির নেতারাই ধর্মের রাজনীতি করার জন্য দায়ী"।