ব্রেকিং: টিকিট পেলেন না বিজেপির বড় বিধায়ক, ঘুরে গেল খেলা

মধ্যপ্রদেশে বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় টিকিট পাননি। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: নিজের বিধানসভা কেন্দ্র ইন্দোর-৩ আসন থেকে ফের লড়াইয়ের জন্য টিকিট দেওয়া হয়নি আকাশ বিজয়বর্গীয়কে। তার স্থানে টিকিট পেয়েছেন রাকেশ গোলু শুক্লা। তবে তিনি কোনও রকম ক্ষোভ প্রকাশ না করে খেলা ঘুরিয়ে দিয়ে বিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, "রাকেশ গোলু শুক্লাকে আসন্ন রাজ্য নির্বাচনে ইন্দোর-৩ আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। দলের স্বার্থে এই সিদ্ধান্ত আমরা সানন্দে মেনে নিয়েছি। এলাকায় বেশ কিছু উন্নয়ন কাজ করেছি। আমি বিশ্বাস করি গোলু শুক্লার নেতৃত্বে উন্নয়নের কাজ আরও দ্রুত হবে"। 

 

 

hiring 2.jpeg