নিজস্ব সংবাদদাতা: কয়েকমাস ধরেই বন্যার কারণে বিপর্যস্ত রয়েছে আসামের বিভিন্ন অঞ্চল। এবার জানা যাচ্ছে, আসামের দিরব্রুয়াগে ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার ফলে নিচু সমভূমিতে বসবাসকারী সাধারণ মানুষ রাস্তায় আশ্রয় নিয়েছে। বাড়িঘর প্লাবিত হওয়ায় বহু মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। ফলে নতুন করে চিন্তা বৃদ্ধি পাচ্ছে আসাম সরকারের।