ব্রেকিং: সুপ্রিম কোর্টের নির্দেশে সাতসকালে যোগীরাজ্যে এএসআই দল

আজ জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষা হবে। সমীক্ষার আগেই বড় বার্তা দিল হিন্দুপক্ষের উকিল। 

author-image
Aniket
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: আজ উত্তরপ্রদেশের জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের বৈজ্ঞানিক সমীক্ষার জন্য ইতিমধ্যেই এএসআই দল এসে পৌঁছেছে। হিন্দুপক্ষের আইনজীবী সুধীর ত্রিপাঠি এবার এই বিষয়ে নিজের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "সমীক্ষাটি আজ সকাল ৯ টায় শুরু হয়েছে। এটি সমীক্ষার দ্বিতীয় দিন। আমরা চাই জনগণ সমীক্ষায় সহযোগিতা করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পন্ন করুক। আমরা পূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততা প্রদর্শন করছি। সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁরা এসেছেন। আমরা এটাকে স্বাগত জানাই। আমরা চাই বিষয়টি দ্রুত সমাধান হোক। সমীক্ষায় সবকিছু পরিষ্কার হয়ে যাবে"।