নিজস্ব সংবাদদাতাঃ নেতাজী (Netaji Subhash Chandra Bose) সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সব সময়ই থাকে। নেতাজী কিংবা আজাদ হিন্দ ফৌজ (Azad Hind Fauj) সম্পর্কে এখনও এমন অনেক অধ্যায় রয়েছে যা স্পষ্ট নয়। নথি, তথ্য প্রকাশ করার ব্যাপারে একাধিকবার উদ্যোগ নিয়েছিল সরকার। এবার আলোচনায় উঠে এসেছে একটি বই। ঐতিহাসিক প্রতুল গুপ্তের নেতৃত্বে তৈরি বই প্রকাশ নিয়ে জল্পনা রয়েছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এই বই নিয়ে কোনো আপত্তি জানানো হয়নি বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন। আগামী ১০ আগস্ট মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।