নিজস্ব সংবাদদাতা: বুধবার বোম্বে হাইকোর্ট শহর-ভিত্তিক কলেজ প্রাঙ্গনে হিজাব, বোরখা এবং নাকাবের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা ৯জন ছাত্রীর একটি আবেদন খারিজ করেছে। আদালত কলেজের নির্দেশকে বহাল রেখেছে এই বলে যে এটি এই বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় আদালত। এইভাবে পোষাক নীতিটি বহাল থাকার অনুমতি দিয়েছে আদালত।
এই মামলায় চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটির এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজের ছাত্রীরা জড়িত, যারা বিজ্ঞান ডিগ্রি কোর্সের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে পড়ে।