বোমাই কলু! উদযাপনের শুরু, রইলো ভিডিও

নবরাত্রিতে বিশেষ আকর্ষণ। শুরু  'বোমাই কোলু' উদযাপন।

author-image
Pallabi Sanyal
New Update
োোোো

নিজস্ব সংবাদদাতা : নবরাত্রির তিনদিন। দেবীপক্ষের শুরু। সামনেই দুর্গাপুজো। নবরাত্রিতে  'বোমাই কোলু' উদযাপন করেন কেরলের বাসিন্দারা। ত্রিশুরের শ্রী ধর্ম সংস্থা মন্দিরে 'বোমাই কোলু' উদযাপন হচ্ছে। এটি রাত্রি উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে নবরাত্রির নয় দিনে দেব-দেবীর মূর্তি বা 'কোলু বোমাই' প্রদর্শিত হয়। প্রসঙ্গত, কোলু বোমাইকে দেবী দুর্গার প্রতিনিধিত্বকারী বলে মনে করা হয়। কালশের দুই পাশে দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়। ঐতিহ্য অনুসারে, দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর পুতুল এবং মারাপাচি বোমাই নামক কাঠের পুতুলগুলি সর্বদা আয়োজনের একটি অংশ।

 

 

 

 

hiring.jpg