নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকির জেরে তিরুবনন্তপুরম বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়। মুম্বাই থেকে তিরুবনন্তপুরমগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সতর্কতা হিসাবে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ১৩৫ জন যাত্রী ও ক্রুর সবাইকে বের করে আনা হয়েছে। কর্মকর্তারা এখন বিমানটির পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করছেন।
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, "এআই ৬৫৭ (বিওএম-টিআরভি) ২০২৪ সালের ২২ আগস্ট অর্থাৎ আজ সকাল সাড়ে ৭টায় বোমা হামলার হুমকির কথা জানায়। টিআরভি বিমানবন্দরে সকাল ৭টা ৩৬ মিনিটে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এটি এখন আইসোলেশন বে-তে পার্ক করা হয়েছে, যেখানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জীবনে কোনও প্রভাব পড়েনি। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রয়েছে।"