দুর্ঘটনার পর বোমাতঙ্ক! মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হল এক্সপ্রেস ট্রেন

যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: আজ রেলের কালো দিন। প্রথমে ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, আর পাঞ্জাবে ট্রেনে বোমাতঙ্ক! পাঞ্জাবে জম্মু থেকে যোধপুরগামী এক্সপ্রেস ট্রেন ফিরোজপুরের কাসু বেগু স্টেশনে এদিন হঠাৎই দাঁড় করিয়ে দেওয়া হয়। পুলিশ বোমার হুমকির বিষয়ে ফোন কল পাওয়ার পরই সেই ট্রেনকে দাঁড় করিয়ে দেয়। তৎক্ষণাৎ পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

ফিরোজপুরের এসএসপি সৌম্যা মিশ্রা এদিন বলেন, “ফিরোজপুরের পুলিশ খবর পেয়েছে যে কাসু বেগু রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থামানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে। যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। পাঞ্জাব পুলিশের তিনটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড। সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে”।

 

Adddd