আর জি করের ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন বলিউড তারকা হৃত্বিক রোশন

ক্ষোভ উগড়ে দিলেন তারকা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনার ক্ষোভ এবার বলিউডে। বলিউডের তারকারাও এবার এই প্রতিবাদে শুর চড়িয়েছেন। এবার 'এক্স' মাধ্যমে এক বার্তা দিয়েছেন বলিউড তারকা হৃত্বিক রোশন।

Annoyed' Hrithik Roshan scolds paparazzi following him at Mumbai airport:  'Kya kar rahe ho aap?' | Bollywood News - The Indian Express

 তিনি বার্তায় লিখেছেন, '' আমাদের এমন একটি সমাজ গড়ে উঠতে হবে, যেখানে আমরা সবাই সমানভাবে নিরাপদ বোধ করতে পারি। কিন্তু তাতে কয়েক দশক লেগে যাবে। এটা আশা করা যায় আমাদের দেশের ছেলেমেয়েদের সংবেদনশীল ও ক্ষমতায়নের মাধ্যমেই এটি ঘটবে। আগামী প্রজন্ম ভালো হবে। এখন এই ঘটনার ন্যায়বিচার হওয়া দরকার। এই ধরনের নৃশংসতা কঠোরভাবে বন্ধ করা উচিত। এটাই আমাদের প্রয়োজন। ''

CBI summons 4 doctors of RG Kar College as nationwide protests continue |  India News - Business Standard

তিনি আরও লেখেন, '' আমি নির্যাতিতার পরিবারের সাথে আছি। আমি তাদের মেয়ের বিচার চেয়ে তাদের পাশে দাঁড়িয়েছি এবং গতরাতে আক্রান্ত হওয়া সমস্ত ডাক্তারদের পাশেও আমি আছি। '' 

Kolkata doctor rape and murder: What happened on the night of incident -  India Today

Adddd