কুয়ো থেকে উদ্ধার ভাই-বোনেদের দেহ! খুনের নেপথ্যে মা?

নিখোঁজ তিন সন্তানের দেহ উদ্ধার হল কুয়োর মধ্যে। ঘটনাটি ঘটেছে সমস্তিপুর জেলার মালিনগর গ্রামে। মৃতদের নাম তরুণ কুমার (৪), তানিস কুমার (২) ও তানিয়া কুমারী (৬)।

author-image
Jaita Chowdhury
New Update
hand-dead-victim-woman-covered-600nw-

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নিখোঁজ তিন সন্তানের দেহ মিলল কুয়োর মধ্যে। পুলিশ সূত্রে খবর, বিহারের সমস্তিপুরে একটি কুয়ো থেকে উদ্ধার হয় ৩ শিশুর দেহ। তাঁদের একজনের বয়স ২ অন্যজনের ৪ এবং সবচেয়ে বড়টির বয়স ৬। শনিবার রাত থেকে নিখোঁজ ছিল তাঁরা। ঘটনায় তিন সন্তানের বাবা-মাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। 

ঘটনাটি ঘটেছে সমস্তিপুর জেলার চাপমেহাসি থানা এলাকার মালিনগর পঞ্চায়েতের মালিনগর গ্রামে। মৃতদের নাম তরুণ কুমার (৪), তানিস কুমার (২) ও তানিয়া কুমারী (৬)। 

 ইতিমধ্যেই পুলিশ ঘটনারস্থলে পৌঁছেছে। তিনি জানান, নিখোঁজ তিন সন্তানের বাবা চন্দন কুমার থানায় ডায়েরি করেন। তিনি জানিয়েছিলেন, তার দুই ছেলে ও মেয়ে, বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তিন শিশুর সন্ধান পেতে পুলিশ কুকুর আনা হয়। পরবর্তীতে, কুয়ো থেকে উদ্ধার হয় তিনটি দেহ।ন আরও চলবে বলেই পুলিশ সূত্রে খবর।