Tanur Boat Accident: শোকপ্রকাশ বাংলার রাজ্যপালের

হাউসবোট ডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরালার বাসিন্দা সি.ভি আনন্দ বোস।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নবনভ

নিজস্ব সংবাদদাতাঃ হাউসবোট ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পর্যটকরা। মাঝনদীতে ডুবে গেল পর্যটক বোঝাই হাউসবোট। রবিবার ঘটনাটি ঘটেছে কেরালার মালাপ্পুরম জেলার তানুরের কাছে। ঘটনায় ইতিমধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরালার বাসিন্দা সি.ভি আনন্দ বোস (C V Anand Bose)। 

তিনি বলেন, "কেরালার তানুরের থুভাল থেরামে বিনোদনমূলক নৌকাডুবির ঘটনাটি খুবই যন্ত্রণাদায়ক। এই দুর্ঘটনায় নিহতদের অসহায় পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"