গোরেগাঁও অগ্নিকাণ্ড : ক্ষতিপূরণের ঘোষণা এবার বিএমসির

গোরেগাঁও অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার ক্ষতিপূরণের ঘোষণা বিএমসির।

author-image
Pallabi Sanyal
New Update
asas

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : গোরেগাঁও অগ্নিকাণ্ডে এবার মুখ খুললেন বিএমসি কমিশনার ইকবাল সিং চাহাল। তিনি জানান,  "আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, গত রাত ৩.০১ মিনিটে আগুন লেগেছে। ভোর ৩.১০ নাগাদ দমকলের কর্মীরা সেখানে পৌঁছেছে। আগুন প্রথমে ভবনের দোতলায় ছড়িয়ে পড়ে। পুড়ে মৃত্যু হয়েছে। সমস্ত মৃত্যু শ্বাসরোধের কারণে ঘটেছে কারণ সেখানে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। ওয়াঘরি সম্প্রদায়ের সদস্যদের এই ভবনের কয়েকটি ফ্ল্যাটে পুনর্বাসন করা হয়েছে। তারা র‌্যাগপিকার। তাদের সামগ্রী পার্কিং এলাকায় সংরক্ষণ করা হয়েছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর আগুন তাদের সামগ্রীতে আরও ছড়িয়ে পড়ে। ২৮ জনকে এই হাসপাতালে আনা হয়েছে এবং তাদের কেউই আশঙ্কাজনক নয়। তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। কিছু ওষুধের প্রয়োজন হলে আমরা খরচও বহন করব। আমরা মৃতের পরের আত্মীয়কে খুঁজে বের করব এবং তাদের প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।"