শুধু মহারাষ্ট্র নয় ঝাড়খণ্ডেও বিজেপির শাসন- ভোট ঘোষণার আগেই জানিয়ে দেওয়া হল- এই মুহূর্তের বড় ব্রেকিং

শুধু মহারাষ্ট্র নয় ঝাড়খণ্ডেও বিজেপির শাসন।

author-image
Aniket
New Update
modi shah nadda.jpg

File Picture



নিজস্ব সংবাদদাতা: আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটের তারিখ ঘোষণা করতে চলেছে ইসিআই। বিজেপির জাতীয় মুখপাত্র, প্রদীপ ভান্ডারি এবার জানিয়ে দিয়েছেন দুই রাজ্যেই হবে বিজেপির শাসন। তিনি বলেছেন, "বিজেপি এবং এনডিএ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা নিশ্চিত যে হরিয়ানার মতো মহারাষ্ট্র একটি প্রো-ইনকাম্বেন্সি সরকারকে ভোট দেবে যা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। হেমন্ত সোরেনের ভোটব্যাঙ্ক এবং দুর্নীতিবাজ রাজনীতির কারণে ঝাড়খণ্ডের মানুষ হতাশ এবং তারা বিজেপির অধীনে একটি উন্নয়ন-সমর্থক, উপজাতীয়-সমর্থক সরকারকে ভোট দিতে আগ্রহী। আমরা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উভয় রাজ্য সরকারই বিজেপি সরকার দেখতে পাবে।" 

 . . . . . . . . . . . . . . . . . . .