নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিজেপি ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিটি ঘোষণা করেছে। মোট ২১ জনের নাম রয়েছে এই কমিটিতে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দিল্লি বিধানসভা কার দখলে যাবে, তা অত্যন্ত বড় ভূমিকা নিতে চলেছে। দিল্লি বিধানসভায় বর্তমানে মুখ্যমন্ত্রী অতসীর নেতৃত্বে আপের রাজত্ব কায়েম রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ফের ভোটে জিতে, তবেই মুখ্যমন্ত্রী হবেন বলে শপথ নিয়েছেন। এখন দেখার, বিজেপি কি আপ সরকারের পতন ঘটিয়ে দিল্লি বিধানসভায় নিজেদের দাঁত ফোটাতে পারবে।