‘আমার মনোবল ভেঙে দিতে চাইছে’, ইডি অভিযান নিয়ে বললেন ভূপেশ বাঘেল

ইডি অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bhupesh-1693233550.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবারই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে অভিযান চালায় ইডি। তাঁর বাড়িতে যে ইডি অভিযান চালাবে, সেই নোটিশ জারি হয়েছিল আগেই। আর তাতেই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। কংগ্রেসের নেতা-নেত্রীরা এর বিরুদ্ধে সোচ্চার হন। অনেকে এও বলতে থাকেন, বিজেপির অন্যতম হাতিয়ার হচ্ছে ইডি। সেই ইডিকেই ব্যবহার করছে তারা। এবার এই সব নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

bhupeshcm

ছত্তিশগড়ে তাঁর বাসভবনে ইডির অভিযানের বিষয়ে, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এদিন বলেন, “প্রথম অভিযান ২০২০ সালে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পরে এবং তার পরে একাধিকবার হয়েছিল। আমি সিলিজ সিডি মামলায় অভিযুক্ত কিন্তু ৫ বছর ধরে শুধুমাত্র তদন্ত চলছে। এটি শুধুমাত্র আমাকে মানহানি করার প্রচেষ্টা এবং আমার মনোবল ভেঙে দেওয়ার জন্য”।