বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণও ব্যাখ্যা করলেন নেতা

'আমি মনে করি তার অবিলম্বে পদত্যাগ করা উচিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
angry mamata banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণের ঘটনায়, বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশভান এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ এবং দেশের মানুষের আস্থা হারিয়েছেনআমি মনে করি তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। আজ, সিবিআই একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে যাচ্ছেকিন্তু যা দাঁড়িয়েছে তা হল পুলিশ যেভাবে পরিস্থিতির অপব্যবহার করেছে, তাতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট শুরু থেকেই ক্ষিপ্ত পুলিশের ওপর।হাইকোর্ট সিবিআইয়ের কাছে মামলাটি স্থানান্তর করার আগে খুব স্পষ্টভাবে বলেছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ কোনও এফআইআর দায়ের করেনি। পুলিশের এই কাজ দেখে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি, তাই তিনিই মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর করে দেন। আর এখন একই কথা বলছে সুপ্রিম কোর্টও”।

 

CR Kesavan h1.jpg
File Picture
rg  kar protest
File Picture

Adddd