নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় এবার কৃষক নেতা রাকেশ টিকাইত এদিন বলেন, “এই মামলায় সিবিআই তদন্ত হচ্ছে। আমি যা বলছিলাম তা হল দেশে আরও অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই একটি ঘটনাকে হাইলাইট করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমগুলি গত ৮-১০ দিন ধরে এই খবরই দেখিয়ে যাচ্ছে।এটা কি পশ্চিমবঙ্গে বিরোধী দলের সরকার থাকার কারণে? এমনকি বিরোধীদের মুখ্যমন্ত্রীরা কারাগারে থাকবেন বলেই কি এর চর্চা? কিন্তু একই লোকেরা যদি সরকারে (বিজেপি) যোগ দেয় তবে তারা ভাল হয়ে যাবে তাই তো?”
#WATCH | On Kolkata woman doctor rape & murder, farmer leader Rakesh Tikait says, "There is CBI investigation happening in the case...What I had said was that many other incidents have happened in the country, but this one incident is being highlighted and TV channels have been… pic.twitter.com/tS0LKQaa8h