নিজস্ব সংবাদদাতা: ফৈজাবাদ কেন্দ্রে ভোট গণনা নিয়ে রোমাঞ্চ তৈরি হচ্ছে। কারণ এই আসনের অধীনেই পড়ে অযোধ্যা। এই কেন্দ্রে শুরুতেই ধসে পরে বিজেপি। বিজেপি থেকে প্রার্থী লালু সিং লিড দিতে পারলেন না শুরুতে। তবে এবারের ভোটে অযোধ্যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল।